ফুডপ্যান্ডার ডেলিভারি সহযোগীরা এখন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট ও মাসিক দুই হাজার ৪০০ টাকার সহজ কিস্তিতে (২৪ মাসের বেশি ইএমআই সুবিধা) ডংজিনের ই-বাইকের নতুন মডেল (এটু, জিসিক্স ও আরসিক্স) কেনার সুবিধা পাবেন। সহজে ডেলিভারি সহযোগীর জন্য ই-বাইক ক্রয়ের সুযোগ তৈরিকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত করল উদ্যোক্তারা।